ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহ কারাগারে সংঘর্ষে আহত রেজাউলের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহ জেলা কারাগারে দুই কয়েদির সংঘর্ষে আহত রেজাউল ইসলাম (৪০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত রেজাউল হত্যা মামলার আসামি ছিলেন। তিনি শৈলকুপা উপজেলার ছোট মৌকড়ি গ্রামের ওয়াদুদ বিশ্বাসের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহ কারাগারের জেল সুপার গোলাম হোসেন জানান, গত সোমবার (৫ সেপ্টেম্বর) রেজাউল ইসলামের সঙ্গে নারী ও শিশু নির্যাতন মামলার আরেক আসামি শহীদুল ইসলামের সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত রেজাউলকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরের দিন তাকে খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সে মারা যায়।

আহমেদ নাসিম আনসারী/বিএ