দৌলতদিয়ায় চারটি ফেরিঘাটই চালু
দৌলতদিয়ায় দুটি ভাঙন কবলিত ঘাট মেরামত শেষে বৃহস্পতিবার রাতে চারটি ঘাটই চালু করতে সক্ষম হয়েছে ঘাট কর্তৃপক্ষ। কিন্তু পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট প্রান্তে যে স্রােত ও ঘূর্ণন রয়েছে তাতে যেকোনো মূহূর্তে আবার ভাঙনের সম্ভাবনা রয়েছে।
এদিকে ঘাট সমস্যা কারণে দৌলতদিয়া প্রান্তে শতশত যানবাহন আটকা পড়েছে পারের অপেক্ষায়। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, কাঁচামাল ও গরুবাহী ট্রাককে পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, আমরা ঘাট মেরামত করছি কিন্তু নদীর স্রােত ও ঘূর্ণনে আবার ভাঙছে। বিকেলে ৩ নম্বর ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২ নম্বর ঘাটটি চালুর মধ্য দিয়ে দৌলতদিয়া প্রান্তের চারটি ঘাটই এখন যানবাহন পারাপারের উপযোগী করা হয়েছে। 
২ নম্বর ঘাটের মেরামত কাজ শেষে বিআইডব্লিউটিসিকে জানানো হয়েছে ঘাটটি এখন সম্পূর্ণ চলাচলের উপযোগী। এখন শিধু তাদের কাজ বাকি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, এখন আমাদের চারটি ঘাট সচল আছে। আগে ১ ও ৪ নম্বর ঘাট সচল ছিল এবং মেরামত শেষে বিকেলে ৩ নম্বর ও সন্ধ্যার পর ২ নম্বর ঘাট চলাচলের উপযোগী করা হয়েছে। এ রুটে ছোট বড় ১৫ টি ফেরি চলাচল করছে। তবে নদীতে প্রচণ্ড স্রােত থাকায় পারাপারে সময় বেশি লাগছে।
রুবেলুর রহমান/এফএ/পিআর