ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তালায় দেড় হাজার পরিবার পানিবন্দী

প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬

ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে সাতক্ষীরার তালা উপজেলার কয়েক হাজার পরিবার। তালা সদরের খানপুর, খড়েরডাংগা গ্রাম, তেঁতুলিয়া, ইসলামকাটি ও জালালপুর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম পানিবন্দী।

কপোতাক্ষ নদ দিয়ে পানি নিস্কাশিত না হওয়ায় এই জলাবদ্ধতার মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। মাথা গুজার ঠাঁই নিয়ে ব্যস্ত এসব মানুষরা বুঝতেই পারছে না ঈদ উৎসব এসেছে।

satkhira
 
জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের আতিয়ার রহমান জানান, চারিদিকে যখন সবাই ঈদ উৎসব পালনে ব্যস্ত তখন মাথা গুজার ঠাঁই নিয়ে ব্যস্ত এখানকার মানুষরা। কানাইদিয়া, চর কানাইদিয়া, কৃষ্ণকাটি ও জেঠুয়া গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগের চিত্র এটি।

কপোতাক্ষ নদ দিয়ে পানি নিস্কাশিত না হওয়ায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতার। তলিয়ে গেছে মানুষের ঘর-বাড়ি। ঘরেও পানি বাইরেও পানি। এলাকায় কাজ না থাকায় বেকার হয়ে পড়েছে পুরুষেরা। ঈদে ছেলে মেয়ের আবদারও পূরণ করতে পারছে না কোনো বাবা-মা।
 
একই গ্রামের রনি বলেন, ঘরে পানি। এখন বউ-বাচ্চা নিয়ে কীভাবে ঈদ করবো। এলাকায় কারো ঈদের আনন্দ নেই।

satkhira
 
শিশু সোনিয়া আক্তার বলেন, আব্বাকে নতুন জামা কিনে দিতে বলেছি, কিন্তু আব্বা দিতে পারবে না বলেছে। আব্বার কাছে টাকা নাই।
 
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু জাগো নিউজকে জানান, ইউনিয়নের চারটি ওয়ার্ডে প্রায় ১৫০০ পরিবার পানিবন্দী হয়ে আছে। সরকারিভাবে ১১৪৭টি ভিজিএফ কার্ড পেয়েছি। তাদেরকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে তবে এটি চাহিদার তুলনায় অনেক কম।

তবে উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরিদ হোসেন জাগো নিউজকে বলেন, যারা বলেছে ঈদ আনন্দ থেকে বঞ্চিত এটা একেবারেই সঠিক নয়। আমাদের এখানে এবার জলাবদ্ধতা নেই বল্লেই চলে।

আকরামুল ইসলাম/এমএএস/এমএস