নোয়াখালীতে দুর্বৃত্তের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু
নোয়াখালীর হাতিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা আপের উদ্দিন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত ৩ টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় আওয়ামী লীগ নেতা আপের উদ্দিন উপজেলা সদরে আসার পথে মহিউদ্দিন চেয়ারম্যানের বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাতিয়া হাসপাতালে ভর্তি করায় এবং অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত আপের উদ্দিন গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মুহিনের সমর্থক ছিল।
এ ব্যপারে হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সন্ত্রাসীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যাচ্ছে না।
মিজানুর রহমান/এসএস/এমএস