শৈলকুপায় ভিক্ষুক ৬ শতাধিক
প্রতীকী ছবি
ঝিনাইদহের শৈলকুপায় ৬০৬ জন ভিক্ষুক ৪ বছর ধরে ভিক্ষা করছেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। তবে ভিক্ষুকের এই তালিকা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন এলাকার মানুষ।
এদিকে, খোদ ভিক্ষুকরাই উপজেলা প্রশাসনের এই তালিকা নিয়ে অভিযোগ করে জানান, তালিকাতে ৬০৬ জনের নাম অন্তর্ভুক্তি করা হয়েছে যাদের অর্ধেকই ভিক্ষুক নয়।
শৈলকুপা উপজেলা অফিস সূত্রে জানা যায়, শৈলকুপায় পৌরসভাসহ ১৪টি ইউনিয়ন রয়েছে। তালিকা অনুসারে পৌরসভায় ৯টি ওয়ার্ডেই ১৪৭ জন ভিক্ষুকের নাম অন্তর্ভূক্তি হয়েছে। এছাড়া ত্রিবেণী ইউনিয়নে ৩১ জন, মির্জাপুর ইউনিয়নে ৫৫ জন, দিগনগর ইউনিয়নে ১৫ জন, কাঁচেরকোল ইউনিয়নে ২৭ জন, সারুটিয়া ইউনিয়নে ৩৫ জন, হাকিমপুর ইউনিয়নে ৩০ জন, ধলহরাচন্দ্র ইউনিয়নে ৩৭ জন।
এছাড়া মনোহরপুর ইউনিয়নে ৩৮ জন, বগুড়া ইউনিয়নে ২৯ জন, আবাইপুর ইউনিয়নে ৩৮ জন, নিত্যানন্দনপুর ইউনিয়নে ১৮ জন, উমেদপুর ইউনিয়নে ৩৬জন, দুধষর ইউনিয়নে ৪৭জন ও ফুলহরী ইউনিয়নে ২৩ জনের নাম ভিক্ষুক তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
শৈলকুপা ভিক্ষুক সমিতি নামে ভিক্ষুকদের একটি সংগঠন রয়েছে। যারা বিভিন্নভাবে ভিক্ষুকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে। এই সংগঠনের একজন সদস্য আউশিয়া গ্রামের ইনতাজ শেখ। তিনি জানান, তালিকায় তার নাম দেয়া হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে যারা ভিক্ষুক না এমন নাম দেয়া হয়েছে।
ভিক্ষুক সমিতির হিসাব মতে, শৈলকুপায় প্রায় সাড়ে ৩০০ ভিক্ষুক রয়েছে। অথচ ৬ শতাধিক মানুষ এই ভিক্ষুক তালিকায় নাম অন্তর্ভূক্ত করেছে।
এ প্রসঙ্গে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম জানান, ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। সে অনুযায়ী জনপ্রতিনিধিদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে। তাদের দেয়া তালিকা মতে ৬০৬ জনের নাম দেয়া হয়েছে।
তবে এই তালিকার নাম নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন, তিনি মনে করছেন অনেক প্রকৃত ভিক্ষুক বাদ পড়েছেন ।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস