ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু এলাকার প্রায় ৭০ কিলোমিটার এলাকায় থেমে থেমে গাড়ি চলছে। শনিবার দুপুরের পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী বাস ও পশুবাহী ট্রাকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পণ্যবাহী ট্রাকের জন্য দুই লেনের এই মহাসড়কটিতে যানবাহন চলাচলে ধীরগতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ বিভাগ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
এই যানজটের কবলে পড়ে ঘণ্টার পর ঘণ্টা ঈদে বাড়ি ফেরা যাত্রী ও পরিবহন শ্রমিকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এছাড়া পণ্যবাহী ট্রাক আটকা পরে কাঁচামাল পচে নষ্ট হয়ে যাচ্ছে। মহাসড়কের এলেঙ্গা, রাবনা বাইপাস, ঘারিন্দা, তারুটিয়া, নাটিয়াপাড়া, জামুর্কি, পাকুল্যা, শুভুল্লা, ইচাইল, গোড়াইল নয়াপাড়া, মির্জাপুর বাইপাস, বাওয়ার কুমারজানি, দেওহাটা, ধেরুয়া, সোহাগপাড়া, গোড়াই, ক্যাডেট কলেজ ও বোর্ড এলাকায় যানবাহন চলছে থেমে থেমে।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, উত্তরাঞ্চলের ২২টি জেলার যানবাহন ছাড়াও টাঙ্গাইল, জামালপুর, শেরপুরের পশুবাহী ট্রাক ও যানবাহন এখন ঢাকা-টাঙ্গাইলের দুই লেন বিশিষ্ট মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক দিয়ে যাতায়াত করছে।

এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের সম্প্রসারণ, কয়েকটি ফ্লাইওভারের কাজ, দুর্ঘটনা এবং গাড়ি বিকল হয়ে পড়ায় মহাসড়কের মাঝে মাঝে এই যানজটের সৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি যানবাহনের ওভার ট্র্যাকিং যানজটের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

যানজট নিরসন ও যান চলাচল স্বাভাবিক রাখতে গোড়াই ও এলেঙ্গা হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা ও থানা পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করে যাচ্ছেন।

আরিফ উর রহমান টগর/এসএস/এমএস

আরও পড়ুন