আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
প্রতীকী ছবি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৭ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার শিবপাশা গ্রামে শুক্রবার ফুটবল খেলা নিয়ে হিরা মিয়ার ছেলে মুর্শেদ ও মনু মিয়ার ছেলে তোফাজ্জলের মধ্যে ঝগড়া হয়।
বিষয়টি সমাধানের জন্য গ্রামের লোকজন শনিবার সকালে সালিশি বৈঠকে বসে। কিন্তু সালিশি বৈঠকে দুই পক্ষ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় বাবুল মিয়া, তাহের মিয়া, ইমন, নাসির, আইয়ুব, আফজল, হাবিব, সিরাজুল, নুরুল আমিন, খেলু মিয়া, হাফিজুল, আব্দুল কাইয়ুম, জুবায়েদ, ফজলুর রহমান, শফিক মিয়া, রাহিবুল ও লোকমানসহ অন্তত ৫০ আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি