ঈদের আনন্দ থেকে বঞ্চিত ২৮ শিক্ষক পরিবার
আসন্ন ঈদুল আজহায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কমিউনিটি) কর্মরত ২৮ জন শিক্ষক-শিক্ষিকা বেতন-ভাতা পাননি। বেতন না পাওয়ায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত ওই শিক্ষকদের পরিবার।
জানা গেছে, উপজেলার চন্দগাতী, মাইজকান্দি, মুহুরিয়া, আউজিয়া, ভাদেরা, শিবপুর বাউশারী, চাপুরী কুতুবপুর ও সাখড়াসহ ৮টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার ঘোষণা দেয়া হলেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। তবে ওইসব বিদ্যালয়ের শিক্ষকরা এমপিওভুক্ত হওয়ায় প্রতি মাসে ৪ হাজার ৭ টাকা করে বেতন পেয়ে আসছেন। কিন্তু চলতি বছরের জুলাই-আগস্ট মাসের বেতন বাকি থাকা সত্ত্বেও ওই শিক্ষকরা তা পাচ্ছেন না।
চন্দগাতী (কমিউনিটি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন জাগো নিউজকে জানান, ঈদুল আজহাকে সামনে রেখে বেতন-ভাতা না পাওয়ায় আমরা খুবই হতাশ। আমার মতো ২৮ জন শিক্ষক-শিক্ষিকার পরিবার এবার কুরবানির ঈদের আনন্দ থেকে বঞ্চিত।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক জাগো নিউজকে জানান, ঈদের পর পর কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি সকল সুযোগ-সুবিধা পাবেন বলে আমরা জানতে পেরেছি। তাই তাদের বেতন আসেনি।
কামাল হোসাইন/এসএস/আরআইপি