কমলনগরে জামায়াতের আমিরসহ আটক ৪
গোপন বৈঠক করার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর উদ্দিনসহ চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ২টার দিকে কমলনগর উপজেলার হাজিরহাট পশ্চিম বাজার তালপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন, জামায়াতকর্মী মো. জুলহাস, সাইদুজ্জামান ও ইমরান হোসেন।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, উপজেলা জামায়াতের আমিরসহ চারজন গোপন বৈঠক করছিল। এ সময় তাদের আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এএম/আরআইপি