ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অপহৃত এনজিও কর্মী উদ্ধার : দম্পতি আটক

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহে তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের শিকার আনিছুর রহমান (৪০) নামে এক এনজিও কর্মীকে উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- শহরের পৌর এলাকার উদয়পুর আনারুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর রিপন (৩০) ও তার স্ত্রী মারিয়া মেরি মোহনা (২২)।

শনিবার ভোরে শহরের নতুন কোর্টপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। অপহৃত এনজিও কর্মী আনিছুর রহমান মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও এনজিও সংস্থা আশার শৈলকুপা উপজেলার ফুলহরি শাখার ব্যবস্থাপক।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মনির আহমেদ জানান, শুক্রবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আনিছুর রহমানকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ঘটনাটি আনিছুরের স্বজনরা র‌্যাবকে জানালে শনিবার ভোরে নতুন কোর্টপাড়ার খায়রুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত আনিছুর রহমানকে উদ্ধার করা হয় এবং হুমায়ুন কবির রিপন ও তার স্ত্রী মারিয়া মেরি মোহনাকে আটক করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি