ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়ায় ৩ নম্বর ঘাটে ফের ভাঙন

প্রকাশিত: ০১:১৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়ায় ফের ভাঙনের কারণে বন্ধ রয়েছে ৩ নম্বর ফেরিঘাট। বর্তমানে ৪টি ঘাটের ৩টি ঘাট দিয়ে চলছে পারাপার। ফলে পারাপারে যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

শনিবার বিকেল ৩টার দিকে প্রচণ্ড স্রোত ও ঘূর্ণির কারণে ঘাটের পন্টুনের নিচের মাটি সরে গেলে ঘাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে এ ঘাটটি বেশ কয়েকবার মেরামত করা হলেও বার বারই ভাঙছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১ নম্বর ও ৪ নম্বর ঘাট দিয়ে সব ধরনের যানবাহন ফেরিতে উঠা-নামা করলেও ২ নম্বর ঘাটে স্রোতের কারণে দুর্বল ফেরিগুলো ভিড়তে পারছে না। এই ঘাটের পন্টুনের নিচ ও আশপাশে ব্যাপক ভাঙনের চিহৃ রয়েছে।

RAJBARI

এছাড়া ৪ নম্বর ঘাটের সড়কে দেখা দিয়েছে ভাঙন। যে কোন মুহূর্তে ঘাটটি বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। ঘাট সমস্যা ও পারাপারে সময় বেশি লাগাতে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে করে ঘাটে নেমে যানবাহন না পেয়ে ভোগান্তি পড়ছে ঈদে ঘরমুখো যাত্রীরা।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, শনিবার বিকেল ৩টার দিকে ৩ নম্বর ফেরি ঘাটে আবারো ভাঙনের মুখে পড়েছে। ৪ নম্বর ঘাট রয়েছে ঝুঁকির মধ্যে। বর্তমানে ৪টি ঘাটের ৩টি ঘাট দিয়ে চলছে পারাপার।

তবে স্রোতের কারণে ২ নম্বর ফেরিঘাটটিতে দুর্বল ফেরিগুলো ভিড়তে পারছে না। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। ৩ নম্বর ঘাটটিতে বিআইডব্লিউটিএ মেরামত কাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম।

রুবেলুর রহমান/এএম/আরআইপি