রায়পুরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী ফাতেমা আক্তারের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে দক্ষিণ উদমারা গ্রামে নদীতে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এ মরদেহ উদ্ধার করে।
নিহত ফাতেমা দক্ষিণ উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী জানান, এ ঘটনায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সকালে নিখোঁজ ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার বেলা ১১টার দিকে উদমারা গ্রামের সিএনজিচালিত আটোরিকশা চালক বিল্লাল হোসেনের মেয়ে ফাতেমা ও সাহাব উদ্দিনের মেয়ে শামিমা ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা সাঁতার কাটতে গিয়ে নদীর মাঝে ডুবে যায়। পরে লোকজন শামিমার মরদেহ উদ্ধার করে।
এদিকে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন নিখোঁজ ফাতেমাকে উদ্ধারে ডাকাতিয়া নদীর উদমারা ও আশপাশ এলাকায় দিনভর তৎপরতা চালিয়েও ব্যর্থ হয়। রোববার সকাল থেকে আবার ডুবুরি দলের তৎপরতায় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে দক্ষিণ উদমারা গ্রামে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কাজল কায়েস/এসএস/এমএস