আলীকদমে সন্ত্রাসী সন্দেহে আটক ৩
প্রতীকী ছবি
বান্দরবানের আলীকদমে সন্ত্রাসী সন্দেহে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার ভোরে উপজেলার আলীমং বাবু পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সত্যমনি ত্রিপুরার ছেলে সুনিন্দ ত্রিপুরা, ইবাংতং ত্রিপুরার ছেলে নয়ন ত্রিপুরা এবং মজেজ ত্রিপুরার ছেলে সাদু অং ত্রিপুরা। তাদের সকলের বাড়ি আলীমং বাবু পাড়ায়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ইবি লে. রাশেদের নেতৃত্বে আলীমং বাবু পাড়ায় অভিযান চালিয়ে দুই সেট খাকি পোশাকসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আলীকদম জোনে নিয়ে আসা হয়েছে।
আলীকদম জোনের সিও লে. কর্নেল সারোয়ার বলেন, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য জোনে আনা হয়েছে।
সৈকত দাশ/এসএস/এমএস