গাজীপুরে পেট্রোলবোমা ও পিস্তলসহ আটক ২
গাজীপুরের জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩টি পেট্রোলবোমা ও ২টি পিস্তলসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল শুক্রবার ভোরে গাজীপুরের জয়দেভপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মো. মনির হোসেন (২৮) ও মো. সাগর মিয়া(২০)। শুক্রবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম শাখার সহকারি পরিচালক মাকসুদুল আলম।
তিনি জানান, গত ১৫ জানুয়ারি রাত ৩টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর বটতলা এলাকার তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রের সামনে বাসের মধ্যে বাসের হেলপার মো. তোফাজ্জল হোসেন (১৭) ঘুমিয়ে ছিল। দুর্বত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে ঘুমন্ত তোফাজ্জল দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এঘটনার পর জড়িতদের সনাক্ত করে শুক্রবার ভোরে র্যাব-১ এর একটি আভিযানিক দল গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। জয়দেবপুর থানাধীন ধান গবেষনা ইনস্টিটিউট এর সামনে থেকে মনির হোসেন ও সাগর মিয়াকে ১৩টি পেট্রোল বোমাসহ হাতে-নাতে আটক করে।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সহযোগী শফিকুল ইসলামের বাড়ীতে তল্লাশী চালিয়ে ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি