খুব শিগগিরই দেশ জঙ্গিমুক্ত হবে
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খুব শিগগিরই দেশ থেকে সম্পূর্ণ রূপে জঙ্গিবাদ নির্মূল করা হবে। এ জন্য সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার বিকেলে ভোলার নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ৩০টি অর্থনৈতিক উন্নত দেশের মধ্যে ৩০তম দেশ হবে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশালী দেশে পরিণত হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে সম্পূর্ণভাবে দারিদ্র্যতা দূর হবে। এ জন্য বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন। কিন্তু জঙ্গি বেশে একটি মহল দেশের এসব উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তা হতে দেয়া যাবে না। দেশকে জঙ্গিমুক্ত করার জন্য সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত দুদিন ধরে ভোলার বিভিন্ন অঞ্চলে নদী ভাঙনের শিকার ও বাঁধ ধসে প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে নগদ ৩০ লাখ টাকা বিতরণ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শেষে বিকালে প্রেস ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী।
ভোলার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলা হবে অর্থনৈতিক শক্তিশালী অঞ্চল। এখানে যেমনি গ্যাসের মজুদ রয়েছে, তেমনি রয়েছে বিদ্যুৎ। ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে উৎপাদন শুরু হয়েছে। আরো একটি ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। একই সঙ্গে বিচ্ছিন্ন ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
অমিতাভ অপু/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’