মুসল্লি বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ার ঈদগাহ মাঠ
মুসল্লিদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ। মঙ্গলবার সকাল ৮টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলার সবচেয়ে বড় এ ঈদগাহ মাঠে এক সঙ্গে প্রায় ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
জেলা ঈদগাহ মাঠ ছাড়াও শহরের ট্যাঙ্কের পাড় ঈদগাহ্ মাঠ, সদর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণ, কাউতলী শেরপুর ঈদগাহ মাঠ, ভাদুঘর ঈদগাহ মাঠসহ জেলার সবকটি উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।
সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যদি আবহাওয়া প্রতিকূলে থাকে তাহলে একই সময়ে জেলা জামে মসজিদে (বড় মসজিদ) প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার কথা মাথায় রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ঈদগাহ মাঠের পাশাপাশি ঝুঁকিপূর্ণ সব ঈদগাহগুলোতে তিন স্তর বিশিষ্ট নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
আজিজুল সঞ্চয়/এসএস/এমএস