ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৬

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আম্বিয়া (১২) ও রূপসা (৯) নামের দুই শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বাহদুরাবাদ ইউনিয়নের মদনের চরের বাসিন্দা। দেওয়াগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাসিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সনন্দবাড়ি থেকে ছেড়ে আসা একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে পোল্লাকান্দি ব্রিজের কাছে উল্টে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই শিশু লেগুনার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শুভ্র মেহেদী/এএম/পিআর