ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৮:০৩ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

নাশকতা সৃষ্টির আশঙ্কায় ঝিনাইদহ জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সুরা সদস্য আবু দাউদ, সেলিম হোসেন আইয়ুব হোসেন, বিএনপিকর্মী শফিকুল ইসলাম, সদর উপজেলার বিএনপিকর্মী আল-আমিন, শুকুর আলি ও আব্দুল মালেক। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম হাশেম খান (বিপিএম, পিপিএম) ও ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।

নাশকতা প্রতিরোধে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।

বিএ/এমএস