ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় এক দিনে তিনজনের অপমৃত্যু

প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

বখাটেরা দুই সহপাঠীকে উত্ত্যক্ত করার ক্ষোভে মাগুরার উপজেলার সাংদা লক্ষ্মীপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী হ্যাপী (১২) গলায় ফাঁস দিয়ে শুক্রবার সকালে আত্মহত্যা করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জাগো নিউজকে জানায়, হ্যাপীর সহপাঠী বখাটে মুরাদ ও সাব্বির প্রায়ই হ্যাপীকে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। এ নিয়ে বখাটে যুবকদের অভিভাবকদের সঙ্গে কয়েক দফা দেন দরবার করেও কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবারেও বখাটে দুই যুবক হ্যাপীকে কু-প্রস্তাব দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করে। এতে অসহ্য হয়ে লোক লজ্জা ও ক্ষোভে হ্যাপী শুক্রবার সকালে নিজ বাড়ির পাশে আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনা জানাজানি হয়ে গেলে মুরাদ ও সাব্বির গা ঢেকা দেয়।

সাংদা লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রেজাউল ইসলাম ও হ্যাপীর ভাই মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সদর থানার এসআই মিলন জানান, এ ঘটনায় হ্যাপীর মা শাহনাজ বেগম বাদী হয়ে দুই বখাটে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এদিকে, মায়ের উপর অভিমান করে পৌর কাউন্সিলরের মেয়ে কলেজছাত্রী ঐশি শুক্রবার দুপুরে আত্মহত্যা করেছে।

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, ঢাকার লালমাটিয়া মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী তাম্মী ইসলাম ঐশি মাগুরা পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পারভীন ইসলাম হাওয়ার উপর অভিমান করে শহরের তাঁতিপাড়ার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণদাস বিশ্বাস মৃত্যুর বিষষটি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, শ্রীপুর উপজেলার বড়তলা গ্রামের সাঈদ বিশ্বাসের ছেলে সজিব সাপের কামড়ে মারা গেছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

আরাফাত হোসেন/এআরএ/আরআইপি