ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়া ২টি ফেরিঘাট বন্ধ : দুর্ভোগে ঢাকামুখি যাত্রীরা

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

দক্ষিণাঞ্চলের ২১ জেলার  প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের দুইটি বন্ধ থাকায় দৌলতদিয়া-খুলনা রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঢাকামুখি শতশত যানবাহন ও যাত্রীরা।

শুক্রবার বিকেলে দৌলতদিয়া-খুলনা রুটে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পদ্মা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়া ও ঘাট কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্তের অভাবে দীর্ঘ যানজটের সৃষ্টি বলে দাবি যানবাহনের চালক ও যাত্রীদের।

সন্ধ্যার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে গোয়ালন্দ পৌর জামতলা বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় ৫ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে যানজট দেখা গেছে। সময় যত বাড়ছে যানজট ততই বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

পুলিশ জানায়, দৌলতদিয়া ফেরিঘাট সমস্যা ও পারাপারে সময় বেশি লাগায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুইটি ঘাট দিয়ে চলছে পারাপার।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, ভাঙনের কারণে ২ ও ৪ নম্বর ঘাট দুটি বন্ধ রয়েছে এবং চালু রয়েছে ১ ও ৩ নম্বর ঘাট। ঘাট সমস্যার কারণে যানবাহনের দীর্ঘ যানজট দেখা দেয়।

রুবেলুর রহমান/এএম/আরআইপি