টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৭টায় এবং সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার সকাল সোয়া ৭টার দিকে যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ পাঁচজন নিহত হন। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মমিনুল ইসলামের স্ত্রী ছালমা আক্তার (২৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রহিমা (৩০) ও তার ছেলে বায়োজিদ (৭)।
স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাবেলনুর নামের যাত্রীবাহী বাস ও টাঙ্গাইলগামী ইটভর্তি ট্রাকের সঙ্গে মহাসড়কের ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও নারী নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ যাত্রী। খবর পেয়ে মির্জাপুর থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠায়।
এদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু্জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন হলেন মোটরসাইকেল আরোহী গাইবান্ধা জেলার বানিয়াচং উপজেলার বেল্লালের ছেলে তৌহিদ। তবে নিহত মোটরসাইকেল চালকের নাম জানা যায়নি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন