মাগুরায় ভাইরার ছোড়া এসিডে দগ্ধ অপর ভাইরা
মাগুরা শহরের কাউন্সিল পাড়ায় ভাইরা ও শ্যালকের নিক্ষেপ করা এসিডে দগ্ধ হয়েছেন অপর ভাইরা জাফর শেখ (৪২)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ জাফর শেখকে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখমন্ডল, ঘাড়, কান ও পিঠ এসিডে পুড়ে গেছে। ভাইরা ভাই দাউদ ও চাচাতো শ্যালক ইউসুফ এ ঘটনা ঘটিয়েছেন বলে ইলেকট্রনিক্স মিস্ত্রি জাফর অভিযোগ করেছেন।
হাসপাতালের বেডে শুয়ে জাফর শেখ জাগো নিউজকে জানান, ২০১৪ সালে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেন ভাইরা ভাই দাউদ। পরে তাকে বিদেশেও পাঠাননি দাউদ। এ নিয়ে জাফর মামলা করলে দাউদ ৫০ হাজার টাকা ফেরত দিয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে বাকি টাকা ফেরতের অঙ্গীকারনামা লিখে দেয়।
কিন্তু ওই টাকা দেয়ার মেয়াদ শেষ হলেও তিনি টাকা ফেরত দেননি। তাই জাফর শেখ মামলাও প্রত্যাহার করেননি। এতে ক্ষুব্ধ হয়ে দাউদ বেশ কিছুদিন ধরে নানাভাবে তাকে হুমকী-ধামকী দিয়ে আসছিল।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জাফরের চাচাতো শ্যালক ইউসুফ জরুরী কথা আছে বলে জাফরকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। কিছুদুর গেলেই দাউদ ও ইউসুফ তার শরীরে এসিড ছুড়ে পালিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
আরাফাত হোসেন/এফএ/এমএস