চুয়াডাঙ্গায় ২০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার দর্শনা ও ধোপাখালী সীমান্ত থেকে ১২৯ পিস উন্নত মানের ভারতীয় শাড়ি ২২৭ বোতল ফেনসিডিলসহ ১৯ লক্ষ ৭৩ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে এগুলো জব্দ করা হয়।
শাড়ি ও ফেনসিডিল ছাড়াও জব্দকৃতমালামালের মধ্যে রয়েছে- ৬২ বোতল মদ ও ১০ হাজার পিস টিভির কার্বন রেজিস্টার। চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি`র পরিচালক লে.কর্ণেল এসএম মনিরুজ্জামান বিষষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার মিন্টু সরকার ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনা পূর্বাশা কাউন্টারে অভিযান চালিয়ে ১২৯ পিস ভারতীয় উন্নত মানের শাড়ি জব্দ করে। যার মূল্য ১২ লক্ষ ৯০ হাজার টাকা। এর আগে রাত ৩টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফুরকান আলী ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দর্শনার শ্যামপুর সীমান্তবর্তী মাঠ থেকে ৭২ বোতল ফেনসিডিল, ৫ বোতল ভারতীয় মদ ও ১০ হাজার পিস টিভির কার্বন রেজিস্টার জব্দ করে। যার মূল্য ৫ লক্ষ ৩৬ হাজার ৩শত টাকা।
এছাড়া ভোর ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর ক্যাম্পের কোম্পানী কামান্ডার সুবেদার শহীদ সরোয়ারের নির্দেশে একদল বিজিবি সদস্য ধোপাখালী সীমান্ত থেকে ১৫৫ বোতল ফেনসিডিল ও ৫৭ বোতল মদ জব্দ করে। যার মূল্য ১ লক্ষ ৪৭ হাজার ৫শ’ টাকা বলেও জানান তিনি।
আরএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি