দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত
প্রতীকী ছবি
হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত চারজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার আতাউর রহমানের ভাই মিনু মিয়ার সঙ্গে সদর উপজেলার চানপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে সুমন মিয়ার বৃহস্পতিবার কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জেরে শনিবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় এই সংঘর্ষ চলে বেলা ২টা পর্যন্ত।
সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ৪০ জনকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ১০৮ রাউন্ড রাবার বুলেট ও ৪৭ রাউন্ড টিয়ার গ্যাসের শেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি