কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ২
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. হারিছ মিয়া (৬০) ও রমজান মিয়া (৪০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ও গুনধর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হারিছ মিয়া বারঘরিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে ও রমজান গুনধর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন কৃষক হারিছ মিয়া। দুপুর ১২টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য প্রকল্পে ও পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, প্রায় একই সময়ে বাড়ির পাশে জমিতে সেচ দেয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক রমজান। আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নূর মোহাম্মদ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান