ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে থানার সামনে ককটেল বিস্ফোরণ : বোমাসহ শিক্ষক আটক

প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

চাঁদপুর সদর মডেল থানার সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে চাঁদপুর সদর মডেল থানার সামনে পর পর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে থানা সংলগ্ন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

অপর দিকে শনিবার রাতে স্থানীয় কিছু যুবকের সহযোগীতায় বিস্ফোরকদ্রব্য ও পেট্রল বোমাসহ মহিলা কলেজ রোড এলাকা থেকে নূরুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক নুরুল ইসলামের কাছে একটি বোতলের মধ্যে কিছু পেট্রল ও বোতলের মাথায় আগুন লাগানোর জন্য কাপড়ের অংশ রয়েছে। এছাড়া তার কাছ থেকে ৩শ গ্রাম পরিমাণ গান পাউডার পাওয়া গেছে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ওসি আব্দুল কাইয়ুম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এমএএস