বাড়ির আঙিনায় গাঁজা গাছ : চাষি আটক
বগুড়ার ধুনট উপজেলার চান্দিয়ার গ্রাম থেকে ইউনুস আলী (৩৫) নামে এক গাঁজা চাষিকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আটক করা হয়। আটক ইউনুস আলী ওই গ্রামের আলতাব হোসেন মণ্ডলের ছেলে।
ধুনট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, ইউনুস আলী দীর্ঘদিন ধরে বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে আসছিলেন।
খবর পেয়ে বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১১ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ইউনুস আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এআরএ/আরআইপি