নাইক্ষ্যংছড়িতে তিন তামাক চাষীকে অপহরণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম দোছড়িতে তিন তামাক চাষীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার দোছড়ি ইউনিয়নের বাকঁখালী মৌজার হায়দারঝিরি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউসপাড়া গ্রামের বাসিন্দা আলী আহামদ (৬২), তার পুত্র আবুল কাশেম (২৭), একই ইউনিয়নের থোয়াঙ্গাকাটা এলাকার ফুরুক আহামদের ছেলে আব্দুল্লাহ (২৭) ও
শামসুল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অপহৃতরা স্থানীয় আদিবাসীদের কাছ থেকে জমি বর্গা নিয়ে তামাক চাষ করে আসছে। শনিবার বিকেলে তামাক ক্ষেতে কাজ শেষ করে বাড়ি ফিরে। পরে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় ৭/৮ জনের সশস্ত্র সন্ত্রাসীর দল তাদের উপর হামলা চালায়। পরে আবুল কাশেমকে মারধর করে অন্যদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, অপহরণের সময় তারা সবাইকে এলোপাতাড়ি মারধর করে এবং তাদের কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়।
এদিকে, রোববার ভোরে অপহরণকারীদের কবল থেকে একজন পালিয়ে আসলে অপহরণের বিষয়টি প্রশাসনের নজরে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান নেমেছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১২ এপ্রিল বাইশারী ইউনিয়নের লংদুরমুখ এলাকা থেকে একই কায়দায় ফরিদুল আলম ও নুরুল আলম নামে দুই তামাক চাষীকে অপহরণ করা হয়, পরে তারা পালিয়ে রক্ষা পায়।
সৈকত দাস/এআরএ/এবিএস