ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী বড় মসজিদ এলাকায় দ্রুতগামী পিকআপভ্যান চাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই সাইকেল আরোহী মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। সাইকেলটি পারনান্দুয়ালী বড় মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আহত দুজনকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ জাগো নিউজকে জানান, নিহত ইব্রাহীম যশোরের কোতোয়ালি থানার বালিদিয়াতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে। এছাড়া কুদ্দুস বিশ্বাস মাগুরার পারনান্দুয়ালী গ্রামের মৃত মকবুল বিশ্বাসের ছেলে।

তিনি আরো জানান, সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার সঠিক তদন্ত করা হবে এবং এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরাফাত হোসেন/এসএস/এমএস