স্বামী-স্ত্রীর আত্মহত্যা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামে শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লোক মুখে জানতে পেরেছি আব্দুর রাজ্জাকের ছেলে গোলাম হোসেন (২৮) এবং আব্দুস সাত্তারের মেয়ে শিল্পী খাতুন (২৫) নামে দু’জনের লাশ পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত করার পর নিশ্চিত বলা যাবে।
নাজমুল হোসেন/এসএস/এমএস