দর্শনায় মা ও শিশু হাসপাতালে ডাকাতি
জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় মা ও শিশু হাসপাতালে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা রোগী ও তার স্বজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্ধ লক্ষাধিক টাকা, আট ভরি সোনার গয়না ও ৩০টি মোবাইল সেটসহ মোট পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে। রোববার ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন মা ও শিশু হাসপাতালে ৮-১০ জনের ডাকাত দল হানা দেয়। তারা সিঁড়ি ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান তিনি।
এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি