ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ভেজাল পানীয় তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত: ১২:০৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

পাবনা শহরের শালগাড়িয়ায় অভিযান চালিয়ে যৌন উত্তেজক ও ভেজাল এনার্জি ড্রিংকস তৈরির কারখানার সন্ধান পেয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। এ সময় তিনজনকে আটক করা হয়।  

মঙ্গলবার দুপুরে শালগাড়িয়ার পুরনো এতিমখানা এলাকায় এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে দুজনকে জরিমানা এবং একজনকে কারাগারে পাঠানো হয়েছে।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদরের উত্তর শালগাড়িয়া মহল্লার মৃত জুড়ান প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (৩৫), একই এলাকার আফাজ উদ্দিন খানের ছেলে আব্দুল কাদের (৩৪) এবং শালগাড়িয়া পুরনো এতিমখানা এলাকার মৃত এনায়েত হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৮)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক বীনা রানী দাস জানান, শালগাড়িয়া পুরনো এতিমখানা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে মনিরুল ইসলাম ও আব্দুল কাদের বিএসটিআই’র অনুমোদন ছাড়া নকল-ভেজাল যৌন উত্তেজক এনার্জি ড্রিংকস তৈরি এবং বাজারজাত করে আসছিলেন।

Pabna-Rab

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে ১৩ ধরনের বিপুল পরিমাণ যৌন উত্তেজক নকল এনার্জি ড্রিংকস ও ড্রিংকস তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ অপরাধে তিনজনকে আটক করা হয়।  

পরে দুই ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাড়ির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করে কারাগারে পাঠানো হয়। পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

একে জামান/এএম/এমএস