ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ষষ্ঠ গোল্ডকাপে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও সদর

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ষষ্ঠ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬-১৭ ফুটবল খেলায় সদর ৪-০ গোলে হরিপুর উপজেলাকে পরাজিত করেছে।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলায় বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এসময় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নেসা প্যারিস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ইএসডিওর এপিসি জামিনী কুমার রায় প্রমুখ।

Football

খেলায় মোট ৭টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে অতিথীদের ক্রেস্ট প্রদান করা হয়।

রবিউল এহসান রিপন/এআরএ/আরআইপি