মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে : নিহত ১
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আতাউর রহমান (৩০) নামে একজন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পোস্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমানের বাড়ি মানিকগঞ্জের বারুল বাজার এলাকায়। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস ভোর ৫টার দিকে মহাসড়কের ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় আতাউর রহমান বাসের নীচে চাপা পড়েন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবলু শেখ জানান, মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরিফ উর রহমান টগর/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ২ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৩ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৪ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৫ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর