ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছেলের দেওয়া আগুনে দগ্ধ পিতার মৃত্যু

প্রকাশিত: ০৬:১৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

ঈদে নতুন ভার্সনের মোটরসাইকেল কিনে না দেয়ায় একমাত্র সন্তানের দেয়া আগুনে দগ্ধ পিতা এ টি এম রফিকুল হুদা (৪৮) মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। রফিকুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার ছোট ভাই।  

নিহতের অপর ভাই এ টি এম সিরাজুল হুদা এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোর ৪টার দিকে রফিকুল মারা যান। এখন তার মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে আসা হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশই বাদী হয়ে মামলা করবে।

জানা গেছে, নতুন মডেলের মোটরসাইকেল না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের কমলাপুর ডিআইবি বটতলা এলাকায় ফারদিন হুদা মুগ্ধ (১৭) নামের এক বখাটে নিজের মা-বাবার শরীরে আগুন দেয়। এতে তার বাবা রফিকুল হুদা গুরুতর আর মা সিলভিয়া হুদা সামান্য দগ্ধ হন।

আগুনে রফিকুল ওরফে পিন্টুর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।

নিহতের ভগ্নিপতি আকরাম উদ্দিন আহমেদ জানান, ফরিদপুর জিলা স্কুল থেকে চলতি বছর এসএসসি উত্তীর্ণ মুগ্ধ তার বাবা এ টি এম রফিকুল হুদার নিকট নতুন মডেলের একটি মোটরসাইকেল দাবি করে। এ ব্যাপারে রফিকুল হুদা অস্বীকৃতি জানানোয় মুগ্ধ তার ওপর ক্ষুব্ধ হয়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মুগ্ধ ঘরের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করতেন রফিকুল-সিলভিয়া দম্পত্তি। ছেলের জন্য ৫ লক্ষাধিক টাকা মূল্যের ইয়ামাহা ব্রান্ডের আর ১৫ মডেলের একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। সেটি পরিবর্তন করে নতুন ভার্সনের মোটরবাইকের দাবি ছিল মুগ্ধর।
 
এদিকে মুগ্ধর ফেসবুক আইডি ‘ম্যাক্সপয়েন্ট মুগ্ধ’-এ প্রবেশ করে তার ক্ষোভ লক্ষ্য করা যায়। কাভার ফটোতে দুই হাত কাটা এবং রক্তাক্ত ছবি রয়েছে তার। সেখানে মুগ্ধ লিখেছে, ‘যদি বাঁচতে হয় বাঘের মতো বাঁচবো কাউকে ভয় করি না। মৃত্যুর কোনো ভয় নেই আমার। আল্লাহ ইজ এনাফ ফর মি।’

ঈদের রাতে (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে স্ট্যাটাসে মুগ্ধ লিখেছে, ‘পৃথিবীতে নিজে ভালো থাকতে হলে স্বার্থপর হতে হবে। আর অন্যকে ভালো রাখতে গেলে নিঃস্বার্থ হতে হবে। এটাই সত্য।’

গত এক মাসে তার ফেসবুক পেজে লেখা বিভিন্ন স্ট্যাটাসে দেখা যায় অপূর্ণতার কথা। ১৭ আগস্ট মুগ্ধ লিখেছে, ‘পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়েঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো স্বার্থকতা নেই।’

এস.এম. তরুন/এমএমজেড/এসএম

আরও পড়ুন