ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাগরিক সমস্যা সমাধানে সাতক্ষীরা জেলা প্রশাসনের ফেসবুক পেজ

প্রকাশিত: ১০:৩০ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

নাগরিক সমস্যা সমাধানে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিটিজেন জার্নালিজম নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। এই ফেসবুক পেজের মাধ্যমে জেলার বিভিন্ন নাগরিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে সর্বসাধারণ তাদের মতামত ও দুর্ভোগের বিষয়ে জানাতে পারবেন।

সঙ্গে সঙ্গেই সত্যতা যাচাই-পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন। (https://www.facebook.com/Citizen-Journalism-Satkhira-453431621508238/)

satkhira

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জাগো নিউজকে বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের বিভিন্ন ধরনের নাগরিক দুর্ভোগ ও সমস্যা আমাদের নজরে অনেক সময় আসে না। তাছাড়া অনেক সময় একটা ঘটনা ঘটে যাওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। একটা ঘটনা ঘটে যাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ ছাড়া বাকি কিছু করার থাকে না। যে কোনো ঘটনা ঘটার পূর্বে বা ঘটছে এমন সময় যদি তাৎক্ষণিক বিষয়টি জানতে পারি সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।

সম্প্রতি খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল অনেক আগে থেকেই কিন্তু বিষয়টি আমাদের নজরে না আসায় আমরা ভাঙন রোধ করতে পারিনি। এজন্য এই ফেসবুক পেজের মাধ্যমে এলাকার সমস্যা, রাস্তাঘাটসহ নাগরিক দুর্ভোগের বিভিন্ন বিষয় নিয়ে যে কোনো তথ্য পাওয়া মাত্রই যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজন্য তিনি জেলার সকল সচেতন নাগরিককে এই ফেসবুক পেজে তাদের সমস্যার কথা তুলে ধরতে আহ্বান জানান।

আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি