ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ

প্রকাশিত: ১০:৫১ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর ও আমতলী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশুকাতে রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালত হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশুকাতে রাব্বী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজঘর ও আমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে।

তিনি আরো জানান, অবৈধ গ্যাস ব্যবহার করা দেশ ও জাতির জন্য বিপজ্জনক। তাই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক আবু জাফর, সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস