ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ০২:১৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে সেলাংডং এলাকায় সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মাসুদ মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার আরমহল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গত দুই বছর আগে মালয়েশিয়া যান তিনি।

মাসুদের চাচাত ভাই ফিরোজ আহমেদ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইলে স্থানীয় সাংবাদিদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পণ্যবাহী লরি চাঁপায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশি ওই যুবক নিহত হয়।

এদিকে মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার আরমহল গ্রামের বাড়িতে যুবক নিহতের খবর পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/এবিএস