সিরাজগঞ্জে ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ট্রাক ও ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
সোমবার সকাল সাড়ে আটটায় উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পারকোলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পারকোলা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ইব্রাহীম হোসেন ও শিমুলতলা গ্রামের সাহাদ।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন খলিফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নগরবাড়ি থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রাক পারকোলা এলাকায় পৌঁছালে যাত্রীবাহী নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন ও আহত হন অন্তত সাতজন।
বিএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪