ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেলফি তুলেই আত্মহত্যা করলো মাহি

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরার কদমতলা এলাকায় জান্নাতুল মাওয়া মাহি (১৬) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার বিকেলে বাবার ডাক্তারি চেম্বারের পেছনের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার পূর্বে মাহি একটি সেলফি তুলেছে।

মাহির বাবা কাশেমপুর এলাকার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গিয়াসউদ্দীন আহম্মেদ জানান, তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মাহি সবার ছোট। সে ঢাকার মোহাম্মদপুর স্টেট কলেজে একাদশ শ্রেণিতে লেখাপড়া করতো। সেখানে মাহির আরো দুই বোন লেখাপড়া করে। মোহাম্মদপুরের কিছু বখাটে ছেলে মাহিকে উত্ত্যক্ত করলে বোনরা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর তাকে শহরের ছফুরুননেচ্ছা মহিলা কলেজে ভর্তির প্রস্তুতি চলছিল।

এ ঘটনায় সদর থানা পুলিশের এসআই হিমেল হোসেন জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে গিয়ে মাহির মরদেহ উদ্ধার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের তোলা ছবিতে দেখা যায়, মাহি আত্মহত্যা করার পূর্বে একটি সেলফি তুলেছে। তাছাড়া মোবাইল ফোনের ছবিতে মাদকদ্রব্যের ছবিও রয়েছে। ধারণা করা হচ্ছে মাহি নেশাগ্রস্ত ছিল। আত্মহত্যার বিষয়টি প্রায় সুনিশ্চিত। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

আকরামুল ইসলাম/এমএএস/আরআইপি