ঝিনাইদহে ছাত্রদল ও শিবিরের ৪ নেতাকর্মী আটক
ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থান থেকে সোমবার নাশকতার অভিযোগে বিএনপি, ছাত্রদল ও ছাত্রশিবিরের চার নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। হরতালে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হরতাল সমর্থনে শহরের আরাপপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুলিশ এলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে পুলিশ সোমবার ভোরে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে চার বিএনপি-জামায়াতকর্মীকে আটক করেছে। আটকদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে কেসি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মাসুমসহ দুজন, শৈলকুপায় এক বিএনপি ও মহেশপুরে এক শিবিরকর্মী রয়েছে। আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এআরএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান