ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে পেট্রলবোমায় দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৮ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশায় হরতাল সমর্থকদের পেট্রলবোমা হামলায় আহত চারজনের মধ্যে মো. লিটন নামে একজন মারা গেছেন। সোমবার সকালে ঢাকা নেয়ার পথে মারা যান তিনি।

লিটনের বাড়ি নাটোর জেলার লছনগড় এলাকায়। তার বাবার নাম আব্দুল জাব্বার। লক্ষ্মীপুর পৌর এলাকার দক্ষিণ মজুপুর গ্রামে শশুরবাড়ির থেকে বালুমহালে শ্রমিকের কাজ করতো লিটন।

লিটনের স্ত্রী নাজমুন নাহার জানান, রোববার সন্ধ্যায় বালুমহালে কাজ শেষে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে মজুচৌধুরীর হাট সড়কের সরকারি মহিলা কলেজের সামনে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলার শিকার হন লিটন।

পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার ভোরে ঢাকায় নেয়ার পথে মারা যান লিটন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে হরতাল সমর্থকরা একটি সিএনজি অটোরিকশা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে চারজন অগ্নিদগ্ধ হন।
 
এ ঘটনায় অপর দগ্ধরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর গ্রামের খোকন মিয়ার ছেলে মো. আশিক, আবদুর রহিমের ছেলে আবদুল করিম ও সুমন নামের একজন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরতাল সমর্থকদের পেট্রলবোমা হামলায় আহত চারজনের মধ্যে লিটন নামের একজন মারা গেছেন।

বিএ/আরআইপি