ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামগঞ্জে ১০ টাকা কেজি চাল পাবে দরিদ্ররা

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

জনসংখ্যায় গড়মিল থাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জে ১০ টাকা কেজি চাল পাওয়া থেকে বঞ্চিত হয় পাঁচ হাজার ৭৭১ জন হতদরিদ্র মানুষ। অবশেষে খাদ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ সংকট নিরসন হলো।

বুধবার বিকেলে উপজেলা খাদ্য কর্মকর্তা এ আদেশের কপি হাতে পেয়েছেন। এতে রামগঞ্জ উপজেলা দুই লাখ ৮৫ হাজার ৬৮৬ জনসংখ্যার বিপরীতে সাত হাজার ৭৫ জন দরিদ্র কার্ড বরাদ্দ পাবেন।

এর আগে পরিসংখ্যান মন্ত্রণালয়ের ভুলে ৫৬ হাজার ৬৯৮ জনসংখ্যার ভিত্তিতে এক হাজার ৪২৯টি কার্ড বরাদ্দ হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রথমে হতদরিদ্র এক হাজার ৪২৯টি কার্ড বরাদ্দ হয়। নতুন এক আদেশে আরো ৫ হাজার ৬৪৬ জনের নাম অর্ন্তভুক্ত হয়েছে। এতে বর্তমানে খাদ্য বান্ধন কর্মসূচির সুফল পাবে মোট সাত হাজার ৭৫ জন।

এ ব্যাপারে বিকেলে রামগঞ্জ উপজেলা খাদ্য কর্মকমর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. গিয়াস উদ্দিন বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নতুন চিঠিটি হাতে পেয়েছি। এতে ৭ হাজার ৭৫ জন হতদরিদ্রকে কার্ড বরাদ্দ দেয়া হয়। নতুন করে ডিলার নিয়ে নিয়ম অনুযায়ী কার্ডধারীদের কাছে চাল বিক্রি করা হবে।

কাজল কায়েস/এআরএ/পিআর