ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে বিএসএফের গুলিতে কৃষক নিহত

প্রকাশিত: ০৭:১৪ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার অচিন্তপুরে সীমান্তে এ ঘটনা ঘটে। দিনাজপুর ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প কমান্ডার জাহিদুর রশীদ বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। যৌথ তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিএসএফের পক্ষ থেকে বলা করা হয়েছে।

বিএ/এমএস