ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রাইভেট না পড়ায় ছাত্রকে পেটালেন শিক্ষক

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

প্রাইভেট না পড়ার অজুহাতে মাদারীপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে স্কুল কর্তৃপক্ষ।

জানা যায়, ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ফাহিম আহমেদ প্রাইভেট পড়তে অনিহা প্রকাশ করায় এবং ক্লাসে অনুপস্থিত থাকার অজুহাতে শিক্ষক সুকুমার হালদার ওই ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেন।

আহত ছাত্র ফাহিমের বাবা উপ-প্রকৌশলী আ.স.ম. হাসান কবির অভিযোগ করে বলেন, আমি ঈদের ছুটিতে পরিবারসহ গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় মাদারীপুর আসতে দেরি হয়। এরপর আমার ছেলে গতকাল বিদ্যালয়ে গেলে শিক্ষক সুকুমার হালদার আমার ছেলের কাছ থেকে জরিমানা আদায় এবং তাকে বকাঝকা করেন। এতে আমার ছেলে তার কাছে প্রাইভেট পড়তে অনীহা প্রকাশ করলে পিটিয়ে গুরুতর আহত করেন।

জানতে চাইলে শিক্ষক সুকুমার হালদার বলেন, প্রাইভেট তো দেশব্যাপী সবাই পড়ান। আমি তো একা পড়াই না। ছাত্রকে নির্যাতনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি বেত দিয়ে তাকে একটা বাড়ি দিয়েছি।

এ বিষয়ে ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সব ধরনের নির্যাতনই বেআইনি। নির্যাতনের শিকার ছাত্র ফাহিমের বাবা বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর