ভৈরব পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিনকে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক মাসিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ২নং প্যানেল মেয়র হিসেবে ১১নং ওয়াডের কাউন্সিলর আরেফীন জালাল রাজীব ও ৩নং প্যানেল মেয়র হিসেবে সংরক্ষিত ১নং ওয়াডের মহিলা কাউন্সিলর লাভলী আক্তার নির্বাচিত হয়।
গত ৩০ ডিসেম্বর ভৈরব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. ফখরুল আলম আক্কাছ মেয়র নির্বাচিত হন। পরে গত ২৮ ফেব্রুয়ারি নতুন মেয়র দায়িত্ব নিলেও বৃহস্পতিবার পৌরসভার দ্বিতীয় মাসিক সভায় উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে এই প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় পৌর মেয়র সভাপতিত্ব করেন।
আসাদুজ্জামান ফারুক/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান