ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যা : ঘাতক আটক

প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সেতাব আলী (৪০) নামে এক ব্যক্তিকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রেখা বেগম।

শুক্রবার সকালে রানীশংকেল উপজেলার কলিগাও গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘাতক জসিম পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

রানীশংকৈল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জায়েরুল ইসলাম জানান, প্রতিবেশী ইদরিস আলীর ছেলে জসিম সকালে বাড়িতে ঢুকে সেতাবকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালানোর চেষ্টা করে। এসময় নিহতের স্ত্রী রেখা বেগম তাকে জাপটে ধরে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পূর্ব শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

রবিউল এহসান রিপন/এফএ/এবিএস