ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের অস্ত্র ছিনতাই মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরা সদর উপজেলার ব্রাহ্মরাজপুর এলাকা থেকে পুলিশের অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে রবিউলের শ্বশুরবাড়ি ব্রাহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের শামছুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল ফিংড়ি ইউনিয়নের বেনেখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ব্রাহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, রবিউল ২০০২ সালে ব্রাহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মরাজপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল পুরোহিত ভবসিন্ধু বর হত্যা চেষ্টার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিল।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি