গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় আটক ২
সাতক্ষীরায় গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের মথুরাপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পুরাতন সাতক্ষীরা এলাকার আবুল হোসেনের ছেলে ইব্রাহিম কবির ও আনিছুর রহমানের ছেলে ওমর ফারুক।
আগরদাড়ি গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে গরু ব্যবসায়ী কামরুজ্জামান জানান, গরু দেখানোর নাম করে তাকে মথুরাপুর মোড় এলাকায় নিয়ে আসেন ছিনতাইকারীরা। পরে গলায় ছুরি ধরে ৬৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় চিৎকার দিলে স্থানীয় জনগণ দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে দেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইনামুল বলেন, তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি