সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক গ্রেফতার
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলুকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর এলাকার ঝিকিড়া সান্দাইল বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেনের ছোট ভাই ও পৌর এলাকার ঝিকিড়া মহল্লার সরাফত আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, হরতাল অবরোধ চলাকালে যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার একাধিক মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবলুকে আটকের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মোকাদ্দেস আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সিমকি ইমাম খান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি শামীম খান।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর